Ebhabe Amar Hoye Jabe Chords – Mekhla Dasgupta | Easy Guitar Chords
Ebhabe Amar Hoye Jabe Chords – Mekhla Dasgupta
Ebhabe Amar Hoye Jabe Chords. Ebhabe Amar Hoye Jabe Song lyrics Written By Aviman Paul. Ebhabe Amar Hoye Jabe Lyrics With Chords. This Song Sung by Mekhla Dasgupta & Rupak Tiary.
Ebhabe Amar Hoye Jabe Chords
F#
সেদিনও বুঝিনি আমি,
B
যে চোখে পড়েছি ধরা!
C# B
এভাবে আমার হয়ে যাবে…
F#
আলগোছে পায়ে পায়ে
B
যে কবিতা হলো শুরু!
C# B
এভাবে মলাট খুঁজে পাবে।…
D#m7
হাওয়া কেন চেনা আঙুলে
A#m7
হাওয়া কেন আমাকে ছুঁলে!
C#
আমিও কি পড়েছি
B
প্রেমে অকারণ?
D#m7
হাওয়া কেন চেনা আঙুলে
A#m7
হাওয়া কেন আমাকে ছুঁলে!
C#
আমিও কি পড়েছি
B
প্রেমে অকারণ।
F#
সেদিনও বুঝিনি আমি,
B
যে চোখে পড়েছি ধরা!
C# B
এভাবে আমার হয়ে যাবে…
F#
আলগোছে পায়ে পায়ে
B
যে কবিতা হলো শুরু!
C# B
এভাবে মলাট খুঁজে পাবে।…
F# | B | C# | B | (x2)
F#
আমি তো বলিনি তাকে
B
সাজানো সিড়ির বাঁকে!
C#
তবে সে কেমন করে
B
বুঝে নিল সব।…
F#
সন্ধ্যের আবদারে,
B
ফোঁটা ফোঁটা প্রেম জুড়ে!
C# B
আমাকে সে ঘিরে থাকা কলরব…
F#
রূপকথা ছুঁয়ে যাক,
B
সে শুধু আমারই থাক
C# B
দুটি চোখ জুড়ে সারাক্ষণ।…
D#m7
হাওয়া কেন চেনা আঙুলে
A#m7
হাওয়া কেন আমাকে ছুঁলে!
C#
আমিও কি পড়েছি
B
প্রেমে অকারণ?
D#m7
হাওয়া কেন চেনা আঙুলে
A#m7
হাওয়া কেন আমাকে ছুঁলে!
C#
আমিও কি পড়েছি
B
প্রেমে অকারণ।
F#
সেদিনও বুঝিনি আমি,
B
যে চোখে পড়েছি ধরা!
C# B
এভাবে আমার হয়ে যাবে…
F#
আলগোছে পায়ে পায়ে
B
যে কবিতা হলো শুরু!
C# B
এভাবে মলাট খুঁজে পাবে।
F# | B | C# | B | (x2)
Ebhabe Amar Hoye Jabe Guitar Chords
Thanks For Visit Gchord.in