Alada Alada Male Version Chords. This Song Is Sung by Iman Chakraborty from Ardhangini Bengali Movie. Anupom Roy Alada Alada Chords. Alada Alada Chords Male. Starring Jaya Ahsan, Churni Ganguly, Kaushik Sen, Ambarish Bhattacharya, Lily Chakravarty And others. Alada Alada Anupam Roy Guitar Chords. Iman Chakraborty Song Alada Alada Lyrics In Bengali Written by Anupam Roy. Ami Abar Klanto Pothochari Song Mixing And Mastering by Shomi Chatterjee.
Alada Alada Male Version Chords
Em B7
আমি আবার ক্লান্ত পথচারী
C B7 Em
এই কাঁটার মুকুট লাগে ভারী,
Em B7
গেছে জীবন দুদিকে দুজনারই
C B Em
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
E Am
ছুঁতে গিয়েও যেন হাতের
Em B
নাগালে না পাই ..
Em B7 C
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
A Em
কেমন যেন আলাদা আলাদা সব,
Em B7 C
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
A Em
কেমন যেন আলাদা আলাদা সব।।
D A Em
কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
D A Em
অনেক নীচে জল,
D A Em
সেখানে এক ফালি চাঁদ ভাসছে
D A Em
করছে টলমল।
Bm C
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
Am B7
বাঁচাতে পারি না।
B C
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
A Em
কেমন যেন আলাদা আলাদা সব,
Em B7 C
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
A Em
কেমন যেন আলাদা আলাদা সব।।
D A Em
কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
D A Em
কী এসেছি ফেলে?
D A Em
বরফে ঢেকেছে শয্যা আমার
D A Em
কখন অবহেলে?
Bm C
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
Am B7
বুঝতে পারি না ..
B B7 C
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
A Em
কেমন যেন আলাদা আলাদা সব,
Em B7 C
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
A Em
কেমন যেন আলাদা আলাদা সব।।
Alada Alada Anupam Roy Guitar Chords
Thanks For Visit Gchord