Nil Rong Chilo Bhishon Priyo Chords (নীল রঙ ছিল ভীষণ প্রিয়) Rupam Islam
Nil Rong Chilo Bhishon Priyo Chords: Nil Rong Chilo Vison Priyo is a very famous song by Rupam Islam. Nil Rong Chilo Vison Priyo Chords. This song was from the album Neel Rang Chhilo Bhishan Priyo. This song was released in 1998.
Nil Rong Chilo Guitar Chords
Gm | Cm | D Gm |
Cm F
সেদিনও ছিল দুপুর এমন
Bb Gm
ঝকঝকে রোদ অস্থির মন
D Gm Eb
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়,
Cm F
সেদিনের মত কলেজের ক্লাস
Bb Gm
শেষ হয়ে গেছে অবকাশ
D
পাওয়া গেছে ফের দেখার আকাশ
Gm Eb
নীলচে সময় ..
Cm F
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
Bb Gm
তাই সব কিছু নীলিয়ে দিল,
D
মনে পড়ে কি সেদিন
Gm Eb
বলেছিলাম তোমায়?
G Gm Eb
আজ নীল রং এ মিশে গেছে লাল
F Dm
আজ রং চিনে নেবার আকাল,
Dm
নীল বাতাসেও বে–নীল ভেজাল
Gm
ভেসে বেড়ায় ..
Eb
আ হা হা হা..
D
যেতে দাও সে দিনের মত
Gm F Eb
আ হা হা হা..
D
পেতে দাও সে দিনের ক্ষত
Gm F Eb
আ হা হা হা..
D
নীল শরীরে তোমায় ছোঁব
Gm F Eb
আ হা হা হা ..
D
নীল সাগরে ভাসিয়ে দেব
Gm F Eb
আ হা হা হা..
F D
যেখানে সব বেড়া ভেঙে যায়
Gm F Eb
আ হা হা হা..
F D
সেই দূর পাহাড়ের নীলিমায়
Dm Eb
শুনি আজো সেই দূরের তলব
Dm Eb
বন্ধ ঘরের সেই পথের ঝলক
Dm D7
পথের সীমায় পাথর ফলক
Gm
দেয় ডাক..
Eb Cm F
ঝকঝকে রোদে কংক্রিট ভীড়
Bb Gm
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
D
অস্থির মন অজান্তে স্থির
Gm Eb
বলে আজ থাক।
Cm F
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
Bb Gm
তাই সব কিছু নীলিয়ে দিল,
D
মনে পড়ে কি সেদিন
Gm Eb
বলেছিলাম তোমায়?
Cm Eb
আজ নীল রং এ মিশে গেছে লাল
F Dm
আজ রং চিনে নেবার আকাল,
Dm
নীল বাতাসেও বে–নীল ভেজাল
Gm
ভেসে বেড়ায়..
Eb
আ হা হা হা..
D
যেতে দাও সে দিনের মত
Gm F Eb
আ হা হা হা..
D
পেতে দাও সে দিনের ক্ষত
Gm F Eb
আ হা হা হা..
D
নীল শরীরে তোমায় ছোঁব
Gm F Eb
আ হা হা হা ..
D
নীল সাগরে ভাসিয়ে দেব
Gm F Eb
আ হা হা হা..
F D
যেখানে সব বেড়া ভেঙে যায়
Gm Eb
আ হা হা হা..
F D
সেই দূর পাহাড়ের নীলিমায়
Dm Eb
সেদিনও ছিল দুপুর এমন
Dm Eb
ঝকঝকে রোদ অস্থির মন
Dm D7 Gm
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
Cm F Bb Gm
না না না..
D Gm | Eb |
Cm F | Bb | Gm | D | D7 | Gm |
Chords Of Nil Rong Chilo Bhishon Priyo
Thanks For Visit Gchord.in