Advertisement
Jeno Kichu Mone Korona Ukulele Chords (যেন কিছু মনে করোনা) – Srikanto Acharya
Jeno Kichu Mone Korona Ukulele Chords. Lyricist: Pulak Banerjee. Jeno Kichu Mone Korona Srikanto Acharya Chords. Jeno Kichu Mone Korona Lyrics With Chords. This Song Sung by Srikanth Acharya.
Jeno Kichu Mone Korona Ukulele
[Chorus]
C G F G C
যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে
C G F G C
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
[Verse 1]
C G F G C
কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে
C G F G C
তার কোন কথা শুনে থেমোনা গো কোনমতে
C G F G C
চোখ দুটি ভরো না অভিমান এ আঁখিজলে
[Chorus]
C G F G C
যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে
C G F G C
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
[Verse 2]
C G F G C
ফাগুনকে আজও মনে পড়ে মেঘ এলে ফাগুনে
C G F G C
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে
C G F G C
তাই বলি দেখা পেলে ভেঙ্গে তুমি পড় না গো
C G F G C
স্বরলিপি নাই থাক গান ভুল করোনা গো
C G F G C
সব কথা গঞ্জনা মানো শুধু খেলাছলে
[Chorus]
C G F G C
যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে
C G F G C
কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে
Jeno Kichu Mone Korona Chords
Thanks For Visit Gchord.in