Mitthye Premer Gaan Chords (মিথ্যে প্রেমের গান) | Title Track
Mitthye Premer Gaan Chords is sung by Ishan Mitra. This song is from the movie Mitthye Premer Gaan. Mitthye premer gaan title track chords. Mithye Premer Gaan Lyrics are written by Aritra Sengupta and composed by Kuntal De. This song features Anirban, Ishaa and Arjun. This song was released on Youtube by SVF Music on 23 Jan 2023.
Mitthye Premer Gaan Guitar Chords
Dmaj7 Bm Bm7
তুই থাকিস কথার অপেক্ষায়,
Gmaj7 G A
আমি থাকি একা কবিতায়।
Dmaj7 Bm Bm7
ভাল থাকার আভিনয় খুব কঠিন।
G A
অভিমান আমার ছুটি চায়।
D
গাই মিথ্যে প্রেমের গান,
Gmaj7 G
খুজি সত্যি তোমাকে,
A Bm A
এই এত বেবধান যাও পেরিয়ে।
D
এই মৃত সুরে প্রাণ,
Gmaj7
এনে দাও আমাকে,
Bm Bm7
তোমার দেওয়া পিছু টানে
A
যাই হারিয়ে।
D Dmaj7 Bm7
তোমায় আজ না পেলে,
Em7 A
আমার কি বা এসে যায়।
D Bm Em7
তোমাকে আড়ালে এই গান
A
ভালোবেসে যায়।
D Dmaj7 Bm
ভাল থাকার আভিনয় খুব কঠিন।
G A
অভিমান আমার ছুটি চায়।
D
গাই মিথ্যে প্রেমের গান,
G
খুজি সত্যি তোমাকে,
A Bm7 A
এই এত বেবধান যাও পেরিয়ে।
D
এই মৃত সুরে প্রাণ,
G
এনে দাও আমাকে
A Bm7
তোমার দেওয়া পিছু টানে
A
যাই হারিয়ে।
Mithye Premer Gaan Chords
Thanks For Visit Gchord.in