Phire Esho Bar Bar Chords (ফিরে এসো বারবার) Subho Bijoya | Easy Guitar Chords
Phire Esho Bar Bar Chords (ফিরে এসো বারবার) Subho Bijoya
Phire Esho Bar Bar Chords Written by Raj Sen And Sung by Somlata Acharya Chowdhury from Subho Bijoya Bengali Movie. Phire Esho Bar Bar Lyrics With Chords. Music Composed by Aninda Chatterjee. Starring Kaushik Ganguly, Churni Ganguly, Bonny Sengupta, Koushani Mukherjee, Manashi Sinha, Kharaj Mukherjee And Others.
Phire Esho Bar Bar Guitar Chords
Db7 Bbm
মন চুপ কেন থাকে না যে
Ab Gb7
কেবলই কি যে খোঁজে,
Ab Db
হারানো গানের সুরে।
Db7 Bbm
দিন হারায় গোধূলি বাঁকে
Ab Gb7
যেখানে আলো থাকে,
Ab Db
আর রামধনু রোদ্দুরে।
Dbm Fm
আমার যাচ্ছে থেমে কাজ
Gb7 Fm7
আর আসছে নেমে সাঁঝ,
Bbm7 Ab
স্বপ্নে ভাসা কোলাজ
Ebm7 Fm7
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে।
Db Ebm7
ফিরে এসো বারবার
Bbm7 Ab
আঁচলেরই লাল পাড়,
Gb7 Fm
অনন্ত অপেক্ষার এক স্টেশন
Db Ab Db
রূপকথার রূপকথা।
Gb Db7
তারা ভরা হাওয়া ছায়াপথে
Ebm Ab7 Db
কে কাকে করাবে আলো স্নান,
Gb Db
ছন্নছাড়া মেঘলা বাঁধা গতে
Ebm7 Ab
লজ্জা পেলো একলা ভালো গান।
Db Bbm7
ঘুম আসেনি চোখের কোলে
Ab Gb
কার অবয়ব দোলে,
Ab Db
এই হৃদয়ে অম্লান।
Bbm7
পথ সামনে এগিয়ে থেকে
Ab Gb
আমায় গিয়েছে রেখে,
Ab Db
বিগতসময় সাম্পান।
Dbm Fm
আমার যাচ্ছে থেমে কাজ
Gb7 Fm
আর আসছে নেমে সাঁঝ,
Bbm7 Ab
স্বপ্নে ভাসা কোলাজ
Ebm7 Fm7
ঝর্ণা হয়ে পড়ছে ঝরে।
Db Ebm7
ফিরে এসো বারবার
Bbm7 Ab
আঁচলেরই লাল পাড়,
Gb7 Fm7
অনন্ত অপেক্ষার এক স্টেশন
Db Ab Db
রূপকথার রূপকথা।
Chords Of Phire Esho Bar Bar
Thanks For Visit Gchord.in