Ki Mayay Bedhecho Amay Chords (কি মায়ায় বেঁধেছো) Song is Sung by Shreya Ghoshal from the Belashuru Bengali Movie, Ki Mayay Bedhecho Chords. Directed by Nandita Roy and Shiboprosad Mukherjee. Ki Mayay chords. This Beautiful Song Was Written and Composed by Anupam Roy. Ki Mayay Bendhechho Amay Lyrics in Bengali.
Ki Mayay Bedhecho Amay Chords
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
Bm
কি মায়ায়, বেঁধেছো আমায়
F# Bm
বুকে ধরে রাখো আরও কাছে থাকো
Bm F# Bm
বুকে ধরে রাখো আরও কাছে থাকো
D A
ভালোবেসে ফেলেছি তোমায়, ওগো পিয়া
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়…
Bm
সানাই এর সুর বাজে,
Bm
সানাই এর সুর বাজে
Em
মন নেই কোনো কাজে,
F# F#7 Bm
পান পাতা দিয়ে দেখে রেখেছি হৃদয়
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়..
Bm
ফুলের মালায় গেঁথে, রাখবো এ শুভক্ষণ
E7 E Bm
স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,
F# Bm
এমন মধুর রাতে.. আ…
Bm F# Bm Em
এমন মধুর রাতে, হাত খানি রাখো হাতে।
F# Bm
সাত পাকে বাঁধা পড়ে গেছি চিরকাল-
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়,
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো
Bm
কি মায়ায় বেঁধেছো আমায়।
Ki Mayay Bedhecho Amay Lyrics With Chords
Thanks For Visit Gchord