Mon Kyamoner Jonmodin Chords ( মন কেমনের জন্মদিন ) Male – Easy Guitar Chords

Mon Kyamoner Jonmodin Chords ( মন কেমনের জন্মদিন )

Mon Kyamoner Jonmodin Chords: গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত এবং রিপ্রাইজ সংস্করণ গেয়েছেন হৃদয়পিন্ড বাংলা মুভি থেকে রণজয় ভট্টাচার্য। অভিনয়ে: অর্পিতা চ্যাটার্জি, সাহেব চ্যাটার্জি, প্রান্তিক ব্যানার্জি এবং অন্যান্যরা। Mon Kemoner Jonmodin বাংলায় গানের কথা লিখেছেন রণজয় ভট্টাচার্য।

Mon Kyamoner Jonmodin Chords

 

গান : মন কিমনের জনমদিন
চলচ্চিত্রের নাম: হৃদপিন্ড
গায়িকাঃ মেখলা দাশগুপ্ত
সুরকার ও গীতিকারঃ রণজয় ভট্টাচার্য
পরিচালকঃ শিলাদিত্য মৌলিক
লেবেল: SVF

Mon Kyamoner Jonmodin Chords

A
কেন রোদের মতো হাসলে না
A
আমায় ভালোবাসলে না,
            G                  D           A
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
A
এই মন কেমনের জন্মদিন
A
চুপ করে থাকা কঠিন,
G                 D                A
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

            D                  E
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
         A                 D             E 
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
G
শুধু আমারই ..
A
রোদের মতো হাসলে না
A
আমায় ভালোবাসলে না,
G                D                    A
আমার কাছে দিন ফুরালেও আসলে না।

A                 D
জলে ভেজা, চোখবোজা
Bm          A
ঘুম খোঁজা ভোর,
A                  D
নিশানা তীর, স্মৃতির ভীড়
Bm                 A
এলোমেলো ঘর'দোর।

A                D
মেঘ আসে এলো কিসে
E                  Bm
ছুঁয়ে দিলেই সব চুপ,
A
সেই মেঘবালিকার গল্প হোক,
A
শহরজুড়ে বৃষ্টি হোক,
G                          D                 A
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।

A
পাতাভরা সব দু-টুকরোরা
A
কাল বৈশাখীর মতো মুখচোরা,
G                  D                     A
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
A                            D               E
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
         F#                          D         E
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
G                   A
শুধু আমারই ...

মন কেমনের জন্মদিন - হৃদপিণ্ড :

Keno roder moto hasle na
Amay valobashle na
Amar kache din furaleo asle na
Ei mon kemoner jonmodin
Chup kore thaka kothin
Tomar kache khorosrota o gotiheen
Notun sokal gulo kopal chulo tomari
Dure geleo etai sotti tumi amari
Shudhu amari..

Thanks For Visit Gchord.in

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply