Ektai Porichoy Chords – Sahana Bajpaie & Anupam Roy | Easy Guitar Chords
Ektai Porichoy Chords – Sahana Bajpaie & Anupam Roy
Ektai Porichoy Chords. From Bengali Movie Family Album. Ektai Porichoy Lyrics With Chords. Featuring By Swastika Mukherjee, Paoli Dam, Riya Sen, Ronodeep Bose And Others. Music Composer – Anupam Roy. Story – Mainak Bhaumik. Presenter – Friends Communication.
Ektai Porichoy Guitar Chords
G D
আজকাল আমি প্রায়
Em A
সারা সকাল প্যারালাইজড
C Cm D
হয়ে বোতল আধঘুমের ভেতর
G D
চোখ খুলি চোখ বুজি
Em A
এই টেবিলেই তোকে খুঁজি
C Cm
দেখি ছায়ার মতো মুখ কত শত (x2)
F C G D
এ শরীরে একদম রক্ত নেই আমার,
F C G
এ শরীরে একদম রক্ত নেই।
G Am7
তোর আমার একটাই পরিচয়
Am7 C
দুজনেরই কাঁচা অভিনয়
C D
দুজনের শব্দের অপচয়
G Am7
তোর আমার একটাই পরিচয়
Am7 C
দুজনেরই ধরা পড়ার ভয়
Cm
দুজনের ভুলে ধুলোময়।
G D
কিছু বিশাল কালো রাত
Em A
আমি মেঝেতেই কুপোকাত
C Cm D
হয়ে পাখার মতো চক্রাকারে ঘুরি
G D
তোর কালোর মেলার দিন
Em A
আজ শুন্য এ রেলিং
C Cm D
আমি পাথর হয়ে যাই পুরোপুরি।
F C G D
এ শরীরে একদম রক্ত নেই আমার,
F C G
এ শরীরে একদম রক্ত নেই।
G Am7
তোর আমার একটাই পরিচয়
Am7 C
দুজনেরই কাঁচা অভিনয়
C D
দুজনের শব্দের অপচয়
G Am7
তোর আমার একটাই পরিচয়
Am7 C
দুজনেরই ধরা পড়ার ভয়
Cm
দুজনের ভুলে ধুলোময়।
G D
আজকাল আমি প্রায়
Em A
সারা সকাল প্যারালাইজড
C Cm D
হয়ে বোতল আধঘুমের ভেতর।
Chords Of Ektai Porichoy
Thanks For Visit Gchord.in