Tumi Na Ele Chords (তুমি না এলে) – Rudra Majumder And Biyas Sarkar
Tumi Na Ele Chords – Rudra Majumder and Biyas Sarkar. Tumi Na Ele Ei Srabon Lyrics With Chords. SONG Name তুমি না এলে এই শ্রাবণ. Sung by Rudra Majumder And Biyas Sarkar.
Tumi Na Ele Guitar Chords
G C
তুমি না এলে এই শ্রাবণ
F C G
গাইবে বিরহ গান ۔۔۔۔
G
তুমি না এলে এই শ্রাবণ
F C G
গাইবেই বিরহ গান ۔۔۔
G
যদি খুব আদরে
C
ডাকি তোমাকে
G
যদি খুব আদরে ۔۔۔۔
Cmaj7
ডাকি তোমাকে ۔۔۔۔۔
A G
ভুলে যেও অভিমান….হায়
G C
তুমি না এলে এই শ্রাবণ
F C G
গাইবে বিরহ গান
G C
তুমি না এলে এই শ্রাবণ
F C G
গাইবে বিরহ গান
G Em
চোখের পাতায় স্মৃতি ভেসে যায়
F C G
আনমনে গায় তোমার গান
G
হুম۔۔চোখেরি পাতায়
Em7
স্মৃতি ভেসে যায়
F C G
আনমনে গাই তোমারি গান
G
মনেরই খাতায় এ এ এ
Em7
রঙিন পাতায়
F C G
শুধু লিখে যায় তোমারি নাম
G C
যদি খুব আদরে ডাকি তোমাকে
G C
যদি খুব আদরে ডাকি তোমাকে এ এ
A G
ভুলে যেও ও অভিমান হুম হায় এ এ
G
কি করে করি আড়াল
Em
মন আজ বেসামাল
D C
তোমারি আশায় ভালোবাসায়
G
চায় মন পালাতে
Em D
কাছে আরও হারাতে
C G D
যদি দাওধরা ভালোবাসায়
G C
যদি খুব আদরে ডাকো আমাকে
G C
যদি খুব আদরে ডাকো আমাকে۔۔۔এ এ
Am A G
কি করে রাখি অভিমান ۔
G C
তুমি না এলে এই শ্রাবণ
F C G
গাইবে বিরহ গান
G C
তুমি না এলে এই শ্রাবণ
F C G
গাইবে বিরহ গান
Chords Of Tumi Na Ele
Thanks For Visit Gchord.in