E Tumi Kemon Tumi Chords – Rupankar Bagchi | Jaatishwar Easy Guitar Chords
E Tumi Kemon Tumi Chords (এ তুমি কেমন তুমি) Rupankar Bagchi
E Tumi Kemon Tumi Chords: This Song Is Sung by Rupankar Bagchi from Jaatishwar Bengali Movie. Starring: Swastika Mukherjee And Jisshu Sengupta. Music Composed by And Song Lyrics In Bangla Written by Kabir Suman.
E Tumi Kemon Tumi Guitar Chords
D Em D C D
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
F Dm C F D
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
E C D
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
F Dm C D
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।
D
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন
G A D
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন,
D Bm D
জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন
G A D
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।
Gm C D
কথা নয় নিরবতায় সজলতার আঁকর ভরো
F Dm C D
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
E C D
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
F Dm C D
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো
C Dm D
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
Dm
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি,
C D
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
Dm
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি।
D
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
G A D
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরণ,
D Bm D
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ
G A D
নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরণ।
Gm C D
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো
F Dm C D
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো,
E C D
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো
F Dm C D
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো..
Chords Of E Tumi Kemon Tumi
Thanks For Visit Gchord.in